যে কথা সহজ স্বচ্ছতার মধ্যে
নাটকীয়তার মুখোশ পরে থাকে
সে কথার মধ্যে আমি নেই ।
আমাকে এমন কিছু দাও
যার প্রাণ আছে, যা চিরন্তনতা স্পর্শী
যে কথা রাখার জন্য
আমৃত্যু দায়বদ্ধ থাকতে পারি।
কথার ম্যারাথন দৌড় আমি দেখেছি
হোক তা আনন্দের কিংবা দুঃখের
কথাই মানুষের সবচেয়ে বড় অস্ত্র
যা বিশ্বজয় জয় করতে পারে ।
আমাকে এমন কিছু কথা দাও
যার ভিতরের অমরত্ব
এই সভ্যতার নিয়ন্ত্রক হয় আর
সামনের সারিতে এসে দাঁড়ায়
সেই কথা ।।