বিভেদের বৈচিত্র্য মাঝে
মিলনের মন্ত্র বাজে
এক সুরে বেঁধেছিলে জীবনের বীণ,
আশার প্রদীপ জ্বেলে
ধরাধামে তুমি এলে
নিজেকে উজাড় করে, করেছো যে ঋণ।
এখনও আশার মাঝে
তোমারই প্রেম বিরাজে,
ভরসায় ভরে ওঠে হতাশার বুক,
হৃদয়ে অসংখ্য ক্ষত
তবুও হওনি নত
ভেবে আজও মনে জাগে সুখ।
কাজেতে অটল যত
মস্তক উচ্চে তত
বিশ্বমাঝে রেখে গেছো মান,
নিজেকে উজাড় করে
সারাটি জীবন ধরে
একটা প্রতিষ্ঠান করে গেছো দান।।