মাথার ভিতর সময় কড়া নাড়ে - -

একটার পর একটা মৃত্যুকে সন্তপর্ণে পার
পিছনে জমে আছে লাশের পাহাড়

নিপুণ জাদুকরী সুতোর উপর
জীবনকে বাজি রেখে জীবনের জাদু - -.

মৃত্যুর নির্দিষ্ট পরিমন্ডলের ভিতর
প্রতিদিন জীবনের ব্যর্থ আস্ফালন

পাপ-তাপ জরা - ব্যাধি কারণ - অকারণ--
প্রতিক্ষণ নিরুপায় ঝরে যায়
কাঙ্খিত আশার জীবন

মানুষের হাতে জমানো ভাগ্যলিখন
নির্মম পরিহাস গড়ে, মৃত্যুর গভীর সমাচারে॥