উন্মাদনার দুরন্ত সবুজ ছায়ার ভিতর
চাপা পড়ে অতীত বিবর্ণ স্মৃতি
চারিদিকে খসে পড়া নগ্ন মর্জ্জা যেন
কালচক্র -, অন্ধকার যুগ থেকে কালান্তরে---
অদৃশ্য শিল্পচেতনা আপন খেয়ালে
স্পষ্ট স্মৃতিতে রেখে যায় জন্মদাগ
প্রতিদিন জমা হয় ক্লান্তির আবর্জনা
ঢাকা পড়ে বিস্মৃতির আঁধারে
নশ্বর বোধের গভীরে জমে থাকা
ক্রমিক ইতিহাসের প্রত্যক্ষ সংযোজন।