হাড় জির জিরে সেই মেয়েটি
একবিংশ শতক যার গায়ে এঁটে দেয়
বিশ্বের ''কুৎসিততম মেয়ে''-র তকমা ।
যার শরীরে তৈরি হয়নি পেশি
বাড়েনি ওজনও ,
একটি চোখ সম্পূর্ণ ঝাপসা ।

এমন এক চেহারার সেই মেয়ে
যে প্রতিনিয়ত সহ্য করেছে অত্যাচার নিপীড়ন
যাকে বলা হয়েছে-
আত্মহত্যা করতে অথবা পালিয়ে যেতে
যেন কখনো মানুষের গোচরে না আসে ;
অথচ চরম বিরলতম রোগে আক্রান্ত লিজি
সমস্ত ষড়যন্ত্রের বিরূদ্ধে দাঁড়িয়ে
প্রতিকূল চক্রবূহের বাইরে আসলেন
লিখলেন আত্মজীবনী ''লিজি বিউটিফুল'',
সাড়া পড়ে গেল চারিদিকে-
লিখলেন ,''বি বিউটিফুল বি ইউ''।

সমস্ত পৃথিবীটা ঘুরে গেল তাঁর দিকে
লিজি বুঝিয়ে দিলেন , চেহারায় নয় -
মানুষের মূল্যায়ন তার অর্জিত গুনে ॥