জলে পড়ে আছি বহুদিন।
তুমি অবিকার হলেও
সম্পর্কটা জলে দিতে পারিনা।
একদিন বলেছিলে দেখো-
জল একসময় জীবন হবে,
এখন মনে হচ্ছে
এই জল হয়তো মৃত্যুর কারণ ;
তোমার জন্য ঘর ছেড়ে
এই জলে এসে দাঁড়িয়েছি,
চারিদিকে শুধু জল আর জল
আমার এই নিষ্ফল সময়ে তুমি
ডাঙায় দাঁড়িয়ে সান্ত্বনার হাত বাড়াচ্ছ।
হাবুডুবু খেতে খেতে একদিন
ঠিক সাঁতার শিখে যাবো।।
তোমার হৃদয়ের ঘরে যদি
জল ঢুকে পড়ে
বন্যায় ভাসায় যদি সব
কোথায় দাঁড়াবে তুমি
কাকে শোনাবে তখন
জীবনের এই রব!