বুকের মধ্যে পুষে রেখে
লালন করেছি তোকে
এখনও আমার রক্তে তোর স্পন্দন
সমস্ত শরীর জুড়ে খেলা করে
এই মায়ার বাঁধন ছিঁড়ে যাবি , যা
তোর পায়ে বেড়ি বেঁধে রেখেছি অবচেতনে
অনেক মিথ্যাকে সাজিয়ে গড়েছি
তোর প্রতিবিম্ব ;
যদি খেলাঘর মনে হয় ,ভেঙে ফেল
আমার সাজানো বাগানের আকাশচুম্বী অস্তিত্ব-
একরাশ জলবিম্ব হয়ে ঝরে পড়ুক
শূন্যতা হতে নেমে আসুক
শুধুই অতীত বিস্মৃত স্মৃতি ॥