অভ্যাসে হাত রাখি অবিন্যস্ত
কৌতুহল গড়ে ওঠে প্রতারিত হাওয়ায়
অবিশ্বাস আমৃত্যু বদলে দেয়,

সরল অনাড়ম্বর ঢেউগুলো তবুও
স্বাভাবিক ভেসে যায় অজ্ঞতায়,

ঋতু বদলের অনুপম সুযোগে
গাছেরা দৃঢ় শিকড় বিছায় জলের সন্ধানে
জলও একদিন পাথর শীতলতায়
মিশে যায় বিধ্বস্ত সন্ত্রাসের ভিতর

অন্ধকার নিরেট হয়ে এলে
ঘটে যায় নিশ্চিত দৃশ্যান্তর

সমস্ত অনিশ্চয়তা ভেদ করে
স্বচ্ছতা জেগে ওঠে আবার।