নিয়মের রঙ মাখাই গাঢ় করি
জন্ম দাগ ফুটে ওঠে - -

রঙের ভেদেই সঙ সাজে সব
যেন মোহাচ্ছন্ন মায়া লেগে থাকে

জলে ধুয়ে দিলে মুছে যাবে জানি
তাই ভয় ; নেশাগ্রস্ত মিথ্যা জেগে থাকে

ভিতরে ভিতরে বিনিদ্র আতঙ্কেরা
জলের জন্য সন্ত্রস্ত থাকে