বেসামাল থাকলেও ঠিক চিনে নাও
কৃতজ্ঞতায় হাত বাড়িয়ে দাও - -
দুই হাতে তখন উদ্ভ্রান্ত যৌবন,
সামাল থাকলেই মাথা নিচু
নিজেকে অচেনা পর্দায় ঢেকে দাও ।
দুটি সত্তাকে নিয়ে প্রতিনিয়ত
ভীষণ টানাপোড়েন - -
ইচ্ছার রঙ বদলে দাও
যখন যেমন সাধ জাগে।
অথচ, একবার জল ঢেলে দ্যাখো
এসব কিছুই নয়
সব জলে মিশে যায় ।