ইতিহাসের গভীরে আরো এক - -
                        ব্রাত্য ইতিহাস
সভ্যতার গভীরে আরো এক---
                       অবহেলিত সত্য,

তেলা মাথায় তেল মাখিয়ে
যে মানুষগুলো জ্ঞানসাগরে জাবর কাটছে
তারা কেবলি সমীহ নিরবতা মেনে চলে

কাঠামো ঢাকা পড়ে যায় মাটির আড়ালে

রঙের চমকে ঝলসানো চোখে
বিনম্র প্রণাম ঠুকি পাথরের বুকে

সহজাত অভ্যাসে ভুলে যাই
আদৌ সভ্যতার কোনো হৃদযন্ত্র আছে!