সৃষ্টির প্রসন্ন নিয়মে
তোমার আলোয় আলোকিত হয়ে
মেলেছি প্রথম চোখ ;
খুলে দিয়ে বিস্ময়ের দ্বার একে একে
পরিচয় করালে বিশ্বের সাথে
তোমাতে আমাতে গভীর বাঁধনে বেঁধে
হাতে হাত রেখে একসাথে পথ হেঁটে
দিয়েছ আমাকে সব উপচার।
জীবনের কঠিন নিয়ম মেনে
সময়ের চাকা ঘুরে গেলে
বেলা শেষে ফিরে আসে
সব হারানোর মোহময় খেলা - - -।
মায়ার বাঁধন করিয়া ছেদন
পেরিয়ে গিয়েছ দৃশ্য জগৎ হতে
আবিষ্ট চেতনার স্রোতে - -
তোমারই ইশারায় স্মৃতির পাতা জুড়ে
অদৃশ্য হাতের ছোঁয়া যেন
পাহারায় থাকে---
পুতুল করে নাচায়।
অন্য কোন অস্তিত্ব নয়
তোমারই জাগ্রত জেনেটিক বিস্ময়
আমার ভিতরে খেলা করে।।