প্রকাশের ভাষা শব্দ হারালে
নিঃশব্দ বিপ্লবের ভিতর
খুঁজে নিতে হয় ভাষার শরীর ।
গাছেরা যে ভাষায় কথা বলে
বাতাস বোঝে তার মানে
পাখিরাও জেনে যায়
পশুদের মতো শিখে নেয়
প্রকৃতির অভিধানে ; নিজের করে
গড়ে নেয় ভাষার শরীর ।
মানুষের ভাষা যেখানে থামে
কঠিন জীবন সংগ্রামে-
নিরুপায় গড়ে নিতে হয়
বিমূর্ত হওয়া ভাষার শরীর ॥