ভয়ংকর অভিশাপের "ছোট্ট ছেলে" টি
তোমার বুকে নির্মম আছড়ে পড়লে
আকাশ বাতাস ভেঙে তীব্র আর্তনাদে
ফেটে পড়েছিল নির্মল শরীরটা।
বিধ্বংসী আগুনের বিষাক্ত ধোঁয়া
সকালের নির্মল রোদে মাখিয়ে
এক নির্মম বিভীষিকার জন্ম দিল--
যার কোনো মৃত্যুদিন হয় না
যে নাম শুনলেই কেঁপে ওঠে
সমস্ত পৃথিবীর হৃদপিণ্ড।
লোলুপ রসনার লেলিহান শিখায়
অগণিত মৃত্যুর হাহাকার জ্বলে
একটা সভ্যতা পুড়ে ছাই হয়ে গেলে
নেমে আসে ঘোর যবনিকা,
ইতিহাসের বুক জুড়ে ধ্বংসের খেলায় - -
হায়! জঘন্য বর্বরতা
এত দম্ভ জাগে কোন সুখে!
কান পেতে শোনো - -
হাজার হিরোশিমার আর্তনাদ ওঠে
তোমারই অভিশপ্ত বুকে।