কেন দাঁড়াও বিরুদ্ধ হাওয়ায়
চারিদিকে এখন নিরেট অন্ধকার
কতবার ভেবেছি ভেঙে জল করে দিই
মিথ্যের দেওয়ালে যত আঁকিবুঁকি টান
একচ্ছত্র হাওয়ায় উদ্দাম ঘূর্ণি জাগে
ভিতরের চোরা স্রোত বেয়ে ভেসে আসে
বিনিদ্র রাতের "চোখ গেল '' ডাক
আকাশ জুড়ে বিকীর্ণ গোধূলি ছায়া
নিস্তব্ধ নিঃশঙ্কতার মোহাচ্ছন্ন মায়া জাগায়