কিছু কথা ব্যথা - যন্ত্রনা হয়,
বুকে পাথর হয়ে চেপে থাকে;
হাজার ইচ্ছে থাকলেও
আলোতে তারা মুখ দেখায় না।
একান্তই নিজস্ব অনুভবে
দুয়ার এঁটে বসে থাকে গোপনে,
এভাবে কিছু মূল্যবান কথা
ব্যথার ফুল হয়ে ঝরে যায় - -
যেন রাতের আঁধারে তারাখসা।
কিছু গোপন সহানুভূতি
সাবধানী চোখকে ফাঁকি দিয়ে
ওদের জন্য মরে যেতে চায় - -
হয়তো পুরানো ঋণ শোধ করতে
পাথরের উপর জল ঢালা॥