অবচেতনে মিশে যায় চেতন সময়
স্থিতধী মুহূর্ত ফিরে আসে

প্রতিদিন ; মৃত্যুর কাছে অবাধ্য অঙ্গীকার

নেশাতুর জীবন যেন মুহূর্তের পাহাড়
নিরাসক্ত জীবনবোধ চিরায়ত হয়

ঘনীভূত গাঢ় বিশ্বাসে জমে কঠিন বরফ