মনের ঘর আরো গুছিয়ে
মাঠে নামতে পারতে তুমি ,
এতো খেলা নয়
এটাও একপ্রকার যুদ্ধ
প্রতিপক্ষকে দু্র্বল ভাবার দুর্বলতাই
দুর্বলতার সুযোগ দিয়ে-
ফাঁকা মাঠে গোল দিয়ে গেল;
ওলোট-পালোট করে দিল
তোমার সাজানো -গোছানো বাগান ।
কেন করো বাতাসের সাথে সংগ্রাম
কেন দাঁড়াও এসে অনিশ্চয়তার মুখে
নির্লিপ্ততার গভীর আঁধারে
নিজেকে লুকিয়ে রেখে
কিসের এত প্রশান্তি পাও !
এখনও সময় আছে
ফিরে যাও তুমি
ফিরে যাও প্রবোধের কাছে ।