আমি বুঝতে পারি, তাকিয়ে থাকি
তুমি দিগন্ত জুড়ে কিছু দেখছো--
জানো না, সব মায়া মরীচিকা
এত কৌতুহল কিসের, দেখো
সোনালী দিনটা কিভাবে গোধূলিতে হারাচ্ছে - -
কেন ওভাবে অন্তর্লীন হতে চাও
নিজেকে নিজের সামনে দাঁড় করিয়ে দেখো--
নিজস্ব সত্ত্বারা একটু একটু করে ডানা মেলছে
চেতনার উষ্ণ আভাসে আবার
ফিরছে সুজন হাওয়ায়
আমিও জানি, বেদনার গাঢ় নীল রং
সব সময় নীল নয় ॥