স্মৃতির পথ ধরে হেঁটে হেঁটে - - -
          ঠিক এসেছি চিনে
বর্ষণ মুখর শ্রাবণ ধারায়
          তোমারই স্মরণ দিনে ॥

হৃদয় মাঝারে আজও কেন বাজে
        ব্যথার বিরহ গীতি
মলিন পাতার ধুলো ধুয়ে দেখি
       তুমি উজ্জ্বল স্মৃতি ॥

আজকে শুধু শ্রাবণ ধারায়
      ভাসছে একটি নাম
ভেসে যাওয়া সব ছিন্ন পাতায়
       প্রিয় তোমাকে প্রণাম।।

আশার ফুলের মালার মাঝে
       তুমি যে নিয়েছ ঠাঁই
সৃষ্টিরা আজও জেগে আছে সব
       স্রষ্টাই শুধু নাই॥

নয়নের জলে স্মরণের পথে
      এখনও সমান আশা
বিশ্বের কাছে গচ্ছিত আছে
      তুমি সৃষ্টির ভাষা॥