বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে
আশার আলোকে পাতা ফাঁদে পা দিয়ে
হারিয়ে যায় অন্ধকারে--
কিছু সুযোগ সন্ধানী নিশ্চিন্ত যাপনে
অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় ।
কর্মী মানুষ কাজের সুযোগ পায় না,
বেতন ভুক কিছু মানুষ কাজের সুযোগ নেয়
আর কিছু অদ্ভুতরীতির গোলোক ধাঁধায়
ইচ্ছে মতো ঘোলাজলে মাছ ধরে খায়
ঠিক যেন মাৎস্যন্যায় সময়।
যার সঞ্চয় আছে খাবার লোক নেই
যার খাবার লোক আছে খাদ্য নেই
এই বৈষম্যময় বৈচিত্র্যের ভিতর থেকে
আগুনের গোলার দিকে
সামাজিক সভ্যতা ছুটছে, যেখানে
নিরন্ন আর বেকার মানুষেরা অন্ধের মতো
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে
ঠান্ডা বাসি অন্ধকার, আর
স্ফূলিঙ্গের ঢেকুর তুলে অপেক্ষা করছে
কখন জ্বলবে আগুন ॥