* * * * *
বাসের মধ্যে স্কুলের এক শিশু ছাত্রের হাতে
পোস্টারে লেখা :
বাস মামা
আস্তে চালাও
মরে গেলে
মা কাঁদবে - -
*. * * * *
নিরাপত্তার সমস্ত লাগাম ছিঁড়ে
জীবন খেলার পুতুলে পরিনত হলে
জনতার আকুতি কেমন দুর্বল ফ্যাকাশে হয়,
জল হয়ে যায় প্রতিবাদের হাওয়া।
পিতা মাতার নিঃসঙ্গ আবেদন
সন্তানের ভিতর দিয়ে প্রতিভাত হয় - -
কতটা মৃত্যুর উপর দিয়ে হেঁটে গেলে
শিশুর কন্ঠে প্রতিধ্বনিত হয়
কাতরতা মাখানো হিম শীতল নিবেদন - -
বাস মামা
আস্তে চালাও
মরে গেলে
মা কাঁদবে - - - -
হতাশ মায়ের উন্মাদ কান্না
চেতনার দরজায় হাতুড়ি মারলেও
অসুস্থ মস্তিষ্কের বাসচালকের কান
তা শুনতে শুনতে বধির হয়ে গেছে।
নাবালক শিশুর কাতর আকুতিতে
ধ্বনিত হয় সর্বহারা মায়ের কান্না।।।