একটা প্রশ্নের জন্য - -
হাজারটা উত্তরের দরজা খোলা ;
হাজার উত্তর একটা ঘরে বন্দি করি - -
দেখি, পৃথিবী একাকী তোমার জন্য ;
ইচ্ছার অনুকূল আবর্তরেখা বরাবর
তুমি দাঁড়িয়ে আছো।
বিবর্তিত সময়ের হাত ধরে
কেবলি ঘূর্ণাবর্তে পাক খাওয়া,
চিরস্থায়ী কিছুই নয়, তাই--
মনের আশাকে আলোকিত করতে
অকারণ সময় পরিক্রমাই যেন
সময়ের আবহমান নিয়ম ॥