একদিন তোমার জন্য পথ চেয়ে
বসেছিল দিগন্ত ব্যাপী হাহাকার!
মরুর শুষ্ক ঝড় হয়ে
গড়েছিল উৎকন্ঠার সুউচ্চ পাহাড় ॥
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে
যখন দেবদূত হয়ে আসলে -
কৌতুহলের গোপন দরজায়
বইল সম্মোহনী হিমেল বাতাস ॥
প্রশস্তি গাইল সবাই, তবু-
হাহাকার থেকেই গেল।
কেবল বদলে গেল দৃশপট।
জীবনের নৈতিক দাবীগুলো
অন্ধকারের ভিতর পথ খুঁজবে--
এ কেমন বিড়ম্বনা!
তুমি এসেও এলে না--
গভীর আক্ষেপে ফেটে পড়ল সবাই।
এখন তুমি একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছু নও।