এই ব্যস্ত পৃথিবীতে এখন
সময় বাঁধা সময়ের নিয়মে,
নিদ্রা কিংবা জাগরণে
প্রেম-বিরহ আলপনে
জীবনের ঘনিষ্ঠ মুহূর্তগুলো
চেনা হাতের তালুর মতো-
ধরা থাকে হাতের মুঠোয় ।
আত্মীয়-বন্ধু অথবা
প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ
বিলাসী সময়ের মতো
নিজেকে অপ্রস্তুত করে,
জীবনের সমস্ত অনুভূতি এখন
বীক্ষিত হয় হাতের মুঠোয় ।
আমার আমিকে পাওয়ার
চির পিপাসিত মন
যেন ঘিরে আছে
আমাদের এই মুঠোময় জীবন॥