শূন্য কলসীর ফাঁকা আওয়াজ
আমাদের মূর্খতাকে প্রকট করলেও
গলা বাজাই, সংগ্রাম করি -
নিজেরা নিজেদের শত্রু বানাই
জার্মানের প্রাচীর তুলি
দুই ঘরের মধ্যে।
মারামারি করি দুই ভাই
একের রক্তে লাল করি অন্যের হাত,
বাহবা কুড়াই প্রভুদের কাছে
বুঝতে পারি, জীবনের কত মূল্য আছে ।
এভাবে ঘরে ঘরে আগুন জ্বেলে
ফ্যান- ভাত খাই
ভাগ্যকে দোহাই দিই আর
জ্ঞানগর্ভ আলোচনা করি।
আমরা সুখী হলে
প্রভুদের বুকে আগুন জ্বলে
আমাদের দুঃখে
প্রভুদের অসীম করুণা ঝরে
বাঁচার ইচ্ছা জাগায় মনে,
তখনই বুঝতে পারি
বাঁচার একটা মানে আছে।
এইতো বেশ আছি।।