বিপর্যয়ের ভয়ঙ্কর আগ্রাসন যখন
এক লহমায় মুছে দেয় সব, প্রাণের স্পন্দন - -
মানবিক মূল্যবোধের নিরুপায় পথে
অগাধ সলিল, বিপন্ন সমাহিত প্রাণ ;
রাতের ম্লান অনুরাগে ক্ষীণ আশা জাগে--
তবু বিকীর্ণ সময় ধরে ব্যর্থ আবাহন
স্তিমিত হয়ে রয়ে যায় নিশাচর প্রাণ
আকাশ - পৃথিবী অন্তর্লীন হয়ে
একাকার হয় সব ভেদ - বিভাজন,
তখন কোনো জীবিত কন্ঠ নয় - -
ধ্বংসের নীরব শীতলতা
বিপুল বিস্ময়ে রাজ করে ॥