দংশন

সব জেনেও একেবারে নিশ্চুপ
বিবেককে কিভাবে ঢাকি!
এখনও বিতীর্ণ প্রাণ আমি
শুধু এক রাতজাগা পাখি ॥



                অপ্রবৃত্তি

আলোকিত ইচ্ছারা আর কোনোদিন
উড়বে না নিজের খেয়ালে,
ভয়ে তারা সিঁধে আছে
কূপমন্ডুকের বাঁধানো দেয়ালে ॥