****
পোষাকের বিলাসী বন্ধনে
তোমাকে আর স্বাগত নয়
ডোডোদের মতো তুমিও
এমনকি একদিন আমরাও -।
****
জীবন-মৃত্যু দুটি পার
যেমন আলো আর অন্ধকার।
****
তুমি অন্ধচোখে যা দেখো
আমরা চোখ থাকতেও অন্ধ।
****
জীবন একটা আগুনের ফুলকি
শুধু জ্বলে ওঠার অপেক্ষায়
জীবন আগুন হলে
পৃথিবীটাও ওঠে জ্বলে।।
****