কিছু পাওয়ার জন্য
কিছু হারাতে হয়,
কি চেয়েছিলাম আর কি পেলাম!
যা চাই তা ভুল করে চাই
যা পাই তা চাই না।
এই বিবেকী চেতনায়
নিজেকে নিরুপায় বেঁধে রাখি।
নিজের ইচ্ছেরা যেন আজও
ডানা মেলা চাতক পাখি।
পিপাসা তো মেটে না
কেবলি বিবশ বেদনা
বুকে নিয়ে পুষে রাখা
জীবনের খাতায় হিসাব মেলাই
দেখি, সব কিছু ফাঁকা।
সামনে যা দেখি, মনে হয় মেকি
কালের গর্ভে এসব কিছুনয়
একদিন ভবে, শূন্যে মিলাবে
রয়ে যাবে শুধু বিস্ময় ॥