কিছু জীবন যেন পদ্মপাতায় অপ্রত্যাশিত জল
টুপটাপ খসে, নিদারুণ ধ্বসের অবশেষ - -
আশার আলোয়, কিছু থিতানো প্রাণ জাগে ;
ভালবাসার অনুরাগে প্রত্যাশার আলো
কোথাও বা অন্ধকারে স্বাভাবিক জাগে - -
সময়ের স্রোতে ভেসে যায় খড়কুটো প্রাণ
সময়ের অনুরাগে, কিছু বিষাদ বিনিদ্র রাগে - -
সময়ের পাতা অম্লান রেখে
শতাব্দীর গূঢ ইতিহাস লেখে।