বিদ্যুতের তির্যক চাহনির ভিতর
বজ্রের কড়া হুঙ্কার, উপেক্ষা করে
অনেক আঁকা বাঁকা পথ পেরিয়ে
বৃষ্টি এসেছিল ; রাতের আঁধারে
নিজেকে উজাড় করে দিয়ে
রেখে গেছে তার স্নিগ্ধ চুম্বন;
প্রিয় অনুভূতির গাঢ় শীতলতায়
ভরেছিল অস্বস্তির উদ্বিগ্ন সময়।
ব্যকুলতায় ভরা কত টুপটাপ কথা
আর রিমঝিম গান গেয়ে
ঘুঙুরের শব্দে নেচে বৃষ্টি এসেছিল।
অনেক পরে যখন নিস্তব্ধতা ভেঙে
আগুন চোখের উদ্দাম সূর্য
জেনে গেল সব গোপনীয়তা
বাচাল বাতাসের কাছে,
নীল বাষ্পের উগ্র গুমোটে
ঢেকে গেল সব স্নিগ্ধতা
শুধু ক্লান্তিতে ঢাকা দীর্ঘশ্বাসে
শোনা গেল, বৃষ্টি এসেছিল।