আলোকিত সময়ের হাত ধরে
কুমারি মনের পবিত্রতা খুঁজেছি
শুভ্রালোকিত জ্যোৎস্নার বুকে ,
রাতের রজনীগন্ধারা এসে বলে গেল-
স্মৃতির সুখ-মন্ত্র ভুলে
কেন বৃথা মায়াজাল বোনা
অশনি সংকেতের বুকে ।
ম্লান হাসি মেলে চেয়ে থাকি
লজ্জার রাঙা মুখখানি
অস্তমিত সূর্যের মতো
মেঘের আড়ালে ঢেকে রাখি ।
আত্ম-জাগরণ ঘটাতে গিয়ে
জমে থাকা সুখগুলো
একে একে খুলে দেখি-
আসলে তা কিছু নয়
ভরা আছে শূন্যতায়; মেকি ॥