ঝড়ের সাথে লড়েছে সারাটা দুপুর,
সামান্য কাঁটার ভাগাভাগিতেও - -
তীক্ষ্ণ নখরের আঘাতে
জাহির করেছে নিজের অস্তিত্ব।
শান্ত সৌম্য চোখে বিড়ালটা এখন
কাঙাল মনে প্রকৃতির সৌন্দর্য কুড়োচ্ছে
মিশে যাচ্ছে প্রিয় বাসনার শরীরে।
নখ দাঁতের হিংস্র সৌন্দর্য
অকপট ঢেকেছে নিজের ভিতর ।
এখন উদাসীন দৃষ্টিতে
কোন লোভ ক্ষোভের ছায়া নেই
দিনের শেষ বিপন্ন আলোটুকু
মুখের উপর থেকে তার - -
রাতের গাঢ় আঁধারে মিশে যাচ্ছে
চোখে সব ছায়ার মতো--
প্রাণহীন দৃশ্য হয়ে সরে সরে যাচ্ছে ।
বিড়ালটা এসব কিছুই দেখছে না ॥