স্বার্থের উগ্র গন্ধ মাদকের ন্যায় - -
আত্মকেন্দ্রিকতার বিষে জর্জরিত সময় এখন
বিভেদে নিজেরা প্রকট হয়ে গেছে
এখনও আশার মাঝে উল্কাপাত দেখি
দেখি ঝড়ের আগুন হুংকার
বসন্তের কোকিল পাতার আড়ালে বসে
একটানা তার সুরে ডেকে যায়।
যেটুকু ভালবাসার উৎসব হয়
লোভের শিয়ালে ভাগ করে খায়
ব্যর্থতার পরাস্ত সময় অন্ধকারের মধ্যে
গোপন এক অস্থিরতার অন্ধকার ধুলো ওড়ায় ॥