তোমাকে খুব দেখতে ইচ্ছে করে - - -

কতদিন আকাশ দেখিনি
মনটা এখন চারদেয়ালে বন্দি
ঝাপসা জানালায় কৌতুহলী চোখ মেলি

তোমার হাসি সকালের রোদ হয় - -
কৈশোর তোলপাড় করা আবেগে ভাসায়

এসব তোমার কাছে পাগলের প্রলাপ

ফেলে আসা দিনগুলির কোলাজ
অনর্থক জোড়া দিয়ে প্রাণ দানের চেষ্টা
জানি, এসবের মধ্যে তুমি এখন নেই।