সরল কিছু অনাড়ম্বর গোপনীয়তা
প্রতিদিন গুছিয়ে রাখি সযত্নে

কৌতুহলের আড়চোখে ধূলো দিয়ে
নিজের ভিতরে নিজেই ঋদ্ধ হই

সুস্থ চেতনাবোধের উর্বর সময় জুড়ে
তির্যক কানাকানির অবাধ্য সমাচার--

ঘোলাজলে মাছ ধরে
কেউ কেউ বিকৃত সুখ পায় ॥