এই অন্তরীণ দীর্ঘশ্বাস ছুঁয়ে
প্রসারিত প্রতিজ্ঞাবদ্ধ হাত
মানুষের উত্থান পতনের সাক্ষী।
ভিতরের দহিত আক্ষেপ
অভিমানে ফ্যাকাশে হয়ে গেলে
কিছু ব্যর্থ সহানুভূতি
নির্বিকার পাশে এসে দাঁড়ায় ।
চলমান জীবনের পথ ধরে
অনেক ঘাত প্রতিঘাত আবর্তন করে
অমূল্য জীবন বোধের কঠিন সাক্ষী হয়ে
যখন সামনে এসে দাঁড়ায়
জীবন তার নিজস্ব অভিজ্ঞতায়
খুঁজে বের করে বিবর্তনের পথ ॥