তুমি চেয়েছিলে বলেই
আমি এখনো রোদ
শরীর জুড়ে ইচ্ছার আগুন,
তুমি বৃষ্টি হবে বলে
মেঘের শরীর নিয়ে
কেবলি আস্ফালনে ভেঙেছ আকাশ -
তবু এখনো কোনো কথা রাখনি ।
ভালবাসার নাগরিকত্ব পাওয়ার জন্য
বছরের পর বছর ধরে
অপেক্ষার সিঁড়ি পেরিয়ে
প্রতীক্ষার উপত্যকা প্রান্তে এসে
তোমার হৃদয়ে এখনও প্রবাসী।
এসব তোমার কাছে পদ্মপাতায় জল ।
আমার অনুভবে তুমি কেবলি -
তৃষার্ত চাতকের উৎকন্ঠিত ক্লান্তি
তবুও, কখনো বৃষ্টি হতে পারোনি।