আশার চোরা বালিতে স্বপ্ন ছিল বোনা।

চোখ মেলে চেয়ে থাকি - -
কিছু মেকি মানুষ, ওড়ায় রঙীন ফানুস
আশার আকাশ জুড়ে।

কখনো ভোকাট্টা ঘুড়ি আছাড় খায়।

আবার ঝরে পড়া পাতার মতো
কিছু সবুজ বাসনা পুড়ে যায় অকালে।

নিষ্ঠুর পৃথিবী চুপচাপ চেয়ে দেখে
অনেক উপর থেকে শ্যেন দৃষ্টি মেলে -
লোভের নদীতে তার ভেসে বেড়ায়
স্বপ্ন - সাধ-আশা - ভালোবাসা, যেন
চোখের ভিতর মায়ার বাঁধন ঘিরে
পুষে রাখা গোপন ভাগাড় ॥