মানুষের স্বচ্ছ বিশ্বাস তার দৃষ্টি হারালে
ভুতেরা এসে বাসা বাঁধে মনে

নিজের ছায়া কখনো হয়ে ওঠে বিশ্বাসঘাতক

পৃথিবীকে মনে হয় অচেনা এক মায়াবী আঁধার

অদৃষ্টের হাতে নিজেকে বন্ধক রেখে
নিশ্চিন্ত যাপনের পথ দেখে

নিশ্চিত ভবিষ্যৎ জেনে নিতে
নিজের মুখ দেখে আগাম আয়নায়

সন্ধানী কিছু মানুষ সুযোগের জাঁতাকল পেতে - -
গড়ে নেয় দোহাই ভবিষ্যৎ ॥