নিস্তব্ধতা ভেঙে জেগে ওঠার আগে
কিছু বেনামী শব্দকে পাঠিয়ে দিলাম
নিরুদ্দেশের ঠিকানায়।
ইঙ্গিতের হৃদয় বিদারী ভাষায়
মানুষ অনেক বেশি মোহিত,
অনুভবের গভীরে কালজয়ী।
অস্তগামী লাল সূর্যের দিকে তাকাই
দেখি, বৈচিত্র্যময় রঙের মোহবন্ধন -
কতটা অর্থবহ হতে পারে
সময়ের নির্দিষ্ট আবেদনের ভিতর ॥