বাঘ মামার সাথে সেদিন
ভীষণ ক'রে লড়াই,
নিজের গায়ের শক্তি নিয়ে
বিড়াল করে বড়াই-
আজ-কালকের বাঘগুলো সব
গোঁফটা ফোলায় রাগে;
শক্তি আমার দেখে তারা
লেজ গুটিয়ে ভাগে ।
সেদিন থেকে বাঘ বলেছে
ডাকবে আমায় 'মাসি' ;
আমিও তারে মায়ের মতো
ভীষণ ভালোবাসি ।।