কঠোর তিরস্কারে
ঢোঁড়া সাপ হল
নিজের মধ্যে গুটিয়ে গেল অভিলাষ,
অভিমানী ফ্যাকাশে মুখ তার
নির্লিপ্ত মাটিতে মেশে;
চারিদিকে আড়িপাতা চোখ-কান
বাঁকা ধনুক হয়ে দেখে অভিলাষ-
যেন নিজের মধ্যে
নিজেকে শাসন করার ছলনা
স্বভাবজাত নিয়মের ভিতর
কঠিন পরীক্ষা,
নিয়ম মেনে উত্তীর্ণ হওয়ার পর
চলে যাবে সন্ন্যাসীর হাত ধরে
আমার প্রিয় সঙ্গী
সংসারে যার প্রয়োজন অনস্বীকার্য,
অভিমান বুকে নিয়ে যদি
সভ্যতার বিলাসিতায় জল ঢালে
কে দেবে মিথ্যা প্রবোধ
কে বলবে-অভিলাষ!
ফিরে এসো অভিলাষ!