কঠোর শ্রম বিক্রি করে
অন্যদের জন্য যে মানুষটা
কিনে আনতো সুখ - স্বাচ্ছন্দ্য,
যে মানুষটা বুক চিতিয়ে
মৃত্যুর বিরুদ্ধে সংগ্রাম করতো
তার জীবন কথা জানার
প্রয়োজন বোধ করেনি কেউ ;
অন্যদের অভাব কষ্ট প্রশমিত করা
স্বপ্ন ছিল যার
তার জন্য একবিন্দূ সহানুভূতি
গোছানো ছিল না,
চাহিদা পূরণের যন্ত্র ছিল সে।
শরীরের ক্ষয় তার অক্ষয় প্রাণচাঞ্চল্যে
একদিন ছেদ টেনে দিলো সবার অজান্তে ;
মানুষটার খবর হয়ে গেল।
সবাই তার অভাব বুঝতে পারলো
কেন না অভাব অভাবের বন্ধু ;
তাই হঠাৎ সহানুভূতির হাওয়া এসে
ঢেকে দিল তার দেহ।
ওম্ শান্তি! ওম্ শান্তি! ওম্ শান্তি!