মৃত্যুর পর দেহ দাহন করি
ম্লান মুখে ফিরে আসি ।
অবশিষ্ট পড়ে থাকে আমার ক্লান্তি
বর্তমান-ভবিষ্যতের অনিশ্চিত প্রবহমানতা ;
স্বপ্নের লোভনীয় জাল বিছাই
আশার শোল-বোয়াল ধরবো বলে
দিন-রাত এক করে দিই
নিজেকে নিকড়ে দিই সাধের মরীচিকায় ।
জীবনের বেলা বেড়ে চলে
অবসন্ন বিকালের সিঁদুরে মেঘ দেখি
আগাম ঝড়ের সংকেত পাঠায়
ক্লান্তির এক ক্ষুধা এসে
টেনে হিঁচড়ে নিয়ে যায়-
ফেলে আসা আমার নর্দমায় ;
নিজের অজান্তে জাল ছেঁড়ে
ঢুকে পড়ে অতীত
আমাকে পুড়িয়ে মারে
ভিতরে জমে থাকা অস্থির আগুনে ।।