স্বপ্নের কারবার করে যে মানুষটা
হাত বাড়াই তার দিকে
ফিকে হয়ে যাওয়া অর্ধচেতনাগ্রস্ত জীবন
যদি আলোর দিশা পায়
একটা স্তম্ভকে আঁকড়ে ধরতে
পাড়ি দিয়েছি রাতের সমুদ্রে
ভোরের আলো দেখার জন্য
হতাশার মরীচিকায় পাক খেতে খেতে
কত নিশি-ডাক শুনেছি
অভাবের অক্টোপাশ যখন
আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
শুধু তোমার মুখ চেয়ে
সমস্ত দুঃখকে ভুল বুঝে
আবার বাড়িয়েছি হাত তোমার দিকে ॥