****
আমি উদাসীন হলে
তুমি প্রাণবন্ত হও, আমাকে শাসাও
আমি প্রাণবন্ত হলে
তুমি উদাসীন হয়ে যাও।

     ****
তুমি কি জানো না
এ আলো আলো নয়, মতিভ্রম - -
চারিদিকে ঘিরে আছে
সন্দিগ্ধ অন্ধকার এখন।।

     ****
কৈফিয়ৎ হয়ে দাঁড়াতে চেয়ে
শেষ পর্যন্ত আমিও - -
সীমারেখায় অপেক্ষমান ।।

      ****
জানি না সত্য কি না
বিশ্বাস করতেও ভয় পাই
আমি তো ঘর পোড়া গরু
সিঁদুরে মেঘ দেখে ডরাই।।

        ****