জন্মগত অধিকারে তোমাকে পেতে
ঝরে যায় অঝোর রক্ত - -
রক্তের নদীতে ভেসে যায় বিপ্লবীচেতনা ।

যে পাখি খাঁচা দেখেনি
স্বাধীনতা তার কাছে প্রহসন
মুক্তির সাধ তার কাছে রূপকথার গল্প।

অর্থের বিনিময়ে বিক্রি হয়ে
রাতের গোপন আঁধারে
দাসত্বের শৃঙ্খল পরো যখন

একদল কামুক হায়না
তোমাকে ভাগ করে খায় আর
স্বাধীনতার উচ্ছৃঙ্খল ঢেকুর তোলে।

তোমার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে
আমি নির্বাক পাথর হয়ে যাই

সন্ত্রাসের পচা ঘা তোমার বুকের অন্ধকারে
হৃদপিন্ড তাক করে কামান ধরলে
আর্তনাদ করে উঠি।

জোর যার মুলুক তার ধ্বনি
তোমাকে উপহাস্য করে তুললে
বিবেকের বাণী অন্ধকারে কাঁদতে থাকে।

শুধু তোমার সীমান্ত জুড়ে
জাগ্রত চেতনার কঠোর প্রহরায়
মাভৈ ধ্বনি শুনে--
এখনও নিশ্চিন্তে থেকে বুকটা নেচে ওঠে।