নিঝুম গভীর একাকীত্বে আমার সঙ্গী
আমার বালিশ ভেজা চোখের জল - -
চোখ বন্ধ করলে দেখি তোমাকে,
অন্ধকার কোমল হাত মাথায় রেখে
ভালবাসা উজাড় করে
ঢেলে দিচ্ছ আলোকিত শান্ত্বনা।
শুধু অনুভবে পাই বলে
নিস্তব্ধ নিঃশঙ্ক অন্ধকার এত প্রিয়।
আমাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল
আলো - আঁধারে দাঁড়িয়ে
পৃথক রেখেছে আমাদের।
অথচ, এমন দিন ছিল
একই আলোকবৃত্তের ভিতর
তুমিই আমার ভালবাসার স্বর্গ ছিলে
তোমার মায়াবী হাত
আমাকে নিয়ে যেত ঘুমের অবুঝ পৃথিবীতে।
সেই অতীত কথা ভেবে ভেবে
নিজের ভিতর ক্লান্ত হয়ে পড়ি।
এখনও রাতের নিস্তব্ধ আঁধারে
নিজেকে উজাড় করে খুঁজে মরি
প্রিয়তম হাতের আলোকিত অনুভব ॥